চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ ১৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ৫৬ জন শিক্ষার্থীকে এবং একজনকে রাখা হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। আজ রবিবার বিকেলে এ তথ্য জানা গেছে।
আইসিইউতে থাকা ওই শিক্ষার্থীর নাম নাঈম রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্ট্যাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে।
সরেজমিনে চমেক হাসপাতালে গিয়ে দেখা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি বাস ও মিনিবাসে করে অর্ধশতাধিক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বেশির ভাগেরই মাথায়, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আমাদের সময়কে বলেন, ‘আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চবির ৫৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন। তাদের বেশিরভাগই মাথায় আঘাত পেয়েছেন। তবে একজনকে আইসিইউতে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।