তোমার আমার রোজনামচা
তোমার সকাল আর আমার সকাল তফাত বড়ো-
তোমার সকাল
সবুজ মাখা পাখির গান আর মিষ্টি রোদের আদর জাগায়
আমার সকাল ব্যস্ত বড়ো কলরব আর গাড়ির ধোঁয়ায়।
তোমার দুপুর খাঁ খাঁ রোদ্দুর স্তব্ধ মায়ার
যাদুর খেলায়,
আমার দুপুর, হাজার কাজের অজান্তে যে কখন পালায়!
তোমার সন্ধ্যে আজান ধ্বনি,শঙ্খসুর আর ধূপের গন্ধ ছড়ায়,
আমার সন্ধ্যে জ্যামের ভিড়ে ক্লান্ত কাহিল
বাড়ি ফেরার ভিষণ তাড়ায়।
তোমার রাত্রি ঝিঁঝির গানে জোনাক চোখে স্বপ্ন দেখায়,
আমার রাত্রি শ্রান্ত চোখে নতুন দিনের কর্ম সাজায়।