ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।সামরিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই সাজা ঘোষণা করে। তারা রায় দেন যে ২০২২ সালে নির্বাচনে হারার পর ক্ষমতায় থাকার জন্য অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন বোলসোনারো। বিচারকদের মধ্যে চারজনই তার বিরুদ্ধে রায় দেন, তার পক্ষে ছিলেন একজন বিচারপতি।
এ ছাগা ২০৩৩ সাল পর্যন্ত নির্বাচনে অযোগ্য বলেও ঘোষণা করা হয় বোলসোনারোকে। পালিয়ে যেতে পারে এই শঙ্কা থেকে গৃহবন্দী রাখা হয়েছে তাকে। তবে রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
তার আইনজীবীরা বলছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। ২০২৬ নির্বাচনে যেন তিনি লড়তে না পারেন সেজন্যই এই ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন সাবেক প্রেসিডেন্ট।