রতন সেনগুপ্ত
তুমি বরফ হয়ো না
শ্বেত ভালুকের বসবাস হয়ে যাবে পৃথিবী
চারিদিকে ট্যাংক, যুদ্ধজাহাজ আর ধ্বংসের ফাইটার
লম্পট মিসাইলের বিষাক্ত ছোবল
লোভের মিনারে শুধু তাদের পতাকা
লুঠেরার ধমকানি
তুমি বরফ হয়ো না
মানুষ ভয়ংকর অসহায়
আগুনের থেকে সরে গেলে
শকুনেরা আকাশ কেঁড়ে নেবে
শুধু লাশের গন্ধ -তুমি বরফ হয়ো না
তুমি যদি আগুন জ্বালাতে না পার
তুমি যদি বরফ হয়ে যাও
কাপুরুষেরা মহান করে দেবে
তুমি বরফ হয়ো না
এখানে ময়নাতদন্তের কোন ব্যবস্থা নেই।