ঘটে যাবে অঘটন চৈত্র ডিঙিয়ে শ্রাবণে
সু শা ন্ত হা ল দা র
চাঁদ ডোবা নদীতে
জোছনার খেলায় ঢেউ মেতেছে,
শুধু মাতলে না তুমি আমার প্রেমেতে
শরতের শিউলী ঝরেছে রাতে
এদিকে হিম কুয়াশায় আমিই জেগে আছি বিচ্ছেদী বাসরে,
মনে করেছি গচ্ছিত চুম্বনে
শরত সাঁতারে পাড়ি দেব ‘তিস্তা’ আশ্বিনে
ঘোর যদি কেটে যায় কবিতার সঙ্গম সনির্বন্ধ কারণে
তবে বায়রন ভাবনায় ঘটে যাবে অঘটন চৈত্র ডিঙিয়ে শ্রাবণে
আমি কি ভেবেছিলাম
লণ্ডভণ্ড ঝড়ে সব তছনছ হবে ভরা-ভাদর আশ্বিনে?
তুমি নাই বলেই বুকের জমিন শূন্য এই খাঁখাঁ চৈত্র প্রহরে
শিউলী ঝরা রাতে এখন আর ফোটে না ফুল সঙ্ঘমিত্র প্রভাতে,
ভুলে থাকা দিনগুলি যদি আবার ফিরে আসে
তোমাদের নাইটিঙ্গেল বসন্ত উৎসবে
তখন না হয় রবীন্দ্র প্রেমে তোমাকেই ভালোবাসবো বেলা শেষ প্রহরে!
ঘটে যাবে অঘটন চৈত্র ডিঙিয়ে শ্রাবণে
