অতঃপর আমাদের প্রেম
রুবী শামসুন নাহার
ছেলেটা বলেছিল,ওর একটা ভালোবাসার কেউ থাকুক, সে এটা চায়।
আমি ভেবেছিলাম, ও ভালোবাসার কথা বলেছে,
শুধু মন জড়িয়ে রাখতে চায়
না, বর্ণমালার আরও শব্দ যোগ
হবে এটাই জানা ছিলোনা।
এটা কি প্লেটোনিক সম্পর্ক
না ফ্রয়েডিও বিশ্বাস বোঝা গেলোনা।!
সকাল সনধা প্রতিক্ষার পর
বলে কেন খোঁজ নাওনা?
ফোন দিলে বলে
এত কথা বলার সূ্যোগ নাই গো
আমাাদের ভালোবাসা এক
নীরব চরে গিয় ঠেকে।আকাশ তো আছে বাতাস নেই,
খোলা প্রান্তর তো আছে
সব চোরাবালিতে ভরতি
কখন হড়কে যাবে পা।
যখন আমি তার ছিলাম না
আমি ছিলাম তার
এখন আমি তার হয়েছে
সে আমার পর।
অতঃপর আমাদের প্রেম
মানজাবিহীন সুতোর মতো দোল খায় ধরিত্রীতে
( কাঁচ ও ভাত দিয়ে সুতা ঘুড়ি ওড়ানোর জন্য তৈরি।)
প্রেম আর পথ খুঁজে পায়না
পাখা মেলবার।