পুনর্জন্ম
বিধু রঞ্জন দে
অনেকেই পুনর্জন্মে বিশ্বাস করেন না
অবশ্য বিশ্বাস না করার পেছনেও কারণ আছে
কারণ,জন্ম যেখানে বায়বীয় মৃত্যু তারই কঠিন রূপ
তবুও জন্ম ও মৃত্যু দুটোই জীবনের চরমতম কঠিন সত্য
জন্ম ও মৃত্যু জীবনের দুটো রূপান্তর মাত্র
জন্ম হলেই মৃত্যু হবে, মৃত্যু হলেও জন্ম হবে
কিন্তু,পর জনমে আমরা সকলে বিশ্বাসী নই
কারণ,মানব জনমের পরই সঙ্গে সঙ্গে আবার মানব জনম হয় না
মানব জনমের পর আরও কতো জীব ও উদ্ভিদ রূপে
আমাদের এই ধরনীতে আসতে হয়, তার সংখ্যা অগণন
জীবন সর্বদাই ঈশ্বরে নিবেদিত
তুমি, আমি ও সে সকলেই ঈশ্বরে সম্পৃক্ত
তবুও বলতে হয়,মানব জীবনই সর্বশ্রেষ্ঠ
মানব জনম নিয়েই আমরা ঈশ্বরের মাহাত্ম্য কিছুটা উপলব্ধি করতে পারি
বুঝতে পারি, সর্বজীবে ও ঈশ্বরে কোনো প্রভেদ নেই
তবুও, জন্মান্তর বুঝতে আমাদের কিছুটা সময় লাগে
কারণ, একটি মানব জনমের পড়েই সঙ্গে সঙ্গে দ্বিতীয় মানব জনম হয় না
দ্বিতীয় মানব জীবনের জন্য অপেক্ষা করতে হয়
তাই জন্মান্তরও গভীর সত্য।