দুঃখ তুমি সুখি হও
শরিফ হাসানাত
দুঃখ,
তুমি বরং আজ ছুটি নাও।
আমার বুকের ভাড়াটে ঘরে
তুমি তো বহুদিন ধরে বাস করছো—
ভাড়া করোনি এক টাকাও,
বাড়িওয়ালার খবরও রাখোনি।
সুখ মাঝে মাঝে আসে,
দরজায় দাঁড়িয়ে বলে—
“ভাই, একটু জায়গা হবে?”
তুমি তখন হেসে ওঠো—
“এটা আমার একার কোর্টরুম,
রায় আমি দেবো।”
দুঃখ, শোনো,
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না,
তুমি শুধু একটু বাইরে বেরোও—
হয়তো কেউ তোমার হাত ধরে বলবে—
“চল, নতুন নামে বাঁচা যাক।”
দুঃখ,
তুমি সুখি হও—
যেমন চায়ের কাপের তলায়
শেষ চুমুকের উষ্ণতা থাকে,
যেমন ভাঙা ছাতার ফাঁক দিয়ে
সূর্যের আলো হেসে ওঠে।