থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি প্রদান মামলার আসামী মোকলেস বেপারীকে গ্রেফতার করেছে জাজিরা থানার পুলিশ। কয়েকদিন আগে এক সময়ের তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির নেতা মিথুন ঢালি সহ বেশ কয়েকজন জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি দেয় বলে জানা যায়। ঐ ঘটনার পরিপেক্ষিতে জাজিরা থানায় একটি মামলা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি এই মোকলেস বেপারী। অনেকদিন যাবত সে আত্মগোপন ছিলো। আবশেষে গত রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।