জাদুঘরে রাখতে হবে দুইটা বড় বয়াম
লুৎফর রহমান রিটন
বৃষ্টি ভেজা এমন দিনে
কী আর আমি কয়াম?
জাদুঘরে রাখতে হবে
দুইটা বড় বয়াম!
সেই বয়ামে জলডুবডুব
ফর্মালিনের ভিতর–
দণ্ডায়মান দুই কুতুবের
থাকবে মমি, নিথর।
একটা মমি জুলাই কাকুর
একটা সনদ লিখক।
(আদতে কাক, সাজসজ্জায়
পুচ্ছধারী পিকক।)
মিট্টিকুলাস সাক্ষ্য দেবে
প্রতীকী দুই বয়াম,
দেশের মানুষ গ্রহণকালের
মুখোমুখি হয়াম…
অটোয়া ১৭ অক্টোবর ২০২৫