হে কাপালিক হে চাণক্য
লুৎফর রহমান রিটন
আত্মীয়তার সূত্রে তুমি
শেখ হাসিনার কাছে ছিলা,
খুব প্রিভিলেজড, পদোন্নতির
গরম ভাতে মাছে ছিলা।
আনুগত্য প্রদর্শনে
দক্ষ-পটু-কামিল ছিলা,
(শেখ হাসিনানিধন যজ্ঞে
তুমিও কী না শামিল ছিলা!!)
বঙ্গবন্ধু-স্বাধীনতার
বিরোধীদের মিত্র ছিলা!
পঁচাত্তরের খ.মোশতাকের
রিয়েল প্রতিচিত্র ছিলা!
তোমার প্রতি শেখ হাসিনার
খুব শিশুতোষ আস্থা ছিলো,
কিন্তু তোমার দূরপ্রসারী
মিশন আঁকা রাস্তা ছিলো…
সেই মোতাবেক তোমার চোখে
লোভের ঘৃণ্য লালা ছিলো,
তোমার জিভে প্রতিশোধের
বিষের মধু ঢালা ছিলো!
গণভবন আক্রমনের
নকশা তোমার পাকা ছিলো,
সকল ফটক সকল তালা
তাইতো খুলে রাখা ছিলো!
হে কাপালিক হে চাণক্য
মুজিব বাড়ি পুড়িয়ে দিলে!
শেখ মুজিবের ভাস্কর্যের
সকল চিহ্ন গুঁড়িয়ে দিলে!
সোনার বাংলা মুছে দিয়ে
পাক্সারবাদ গাইতে চাহো?
তরতরিয়ে রাষ্ট্রপতির
পদটা তুমি পাইতে চাহো?
ইতিহাসে নামটা তোমার
ঘৃণ্যরূপেই লেখা হবে,
(তোমার ভয়াল পরিণতির
দৃশ্যপটও দেখা হবে…)