স্টাফ রিপর্টার
বাংলা রকের রাজা ফারুক মাহফুজ আনাম জেমস, যিনি এক সময় গিটার আর গানের তালে মঞ্চ কাঁপিয়েছেন, এখন ব্যস্ত নিজের ছোট্ট ছেলেকে দোলাতে…
হ্যাঁ, ঠিকই শুনেছেন! জেমস আর তাঁর স্ত্রী নামিয়া আমিন, যিনি আমেরিকায় জন্ম নেওয়া বাংলাদেশি, সম্প্রতি নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে এক ফুটফুটে ছেলেকে জন্ম দিয়েছেন। শিশুটির নাম রেখেছেন গিবরান আনাম।
সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই খবরটা কেউ জানতেই পারেনি! একেবারে সিনেমার মতো চুপিচুপি ঢাকায় ফিরে এসেছেন তারা।
এক কথায়, একদম ক্লাসিক জেমস – চুপচাপ, রহস্যময়, কিন্তু সবসময়ই খবরের শিরোনামে!
জেমস বলেন,
“এই অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না। আল্লাহকে ধন্যবাদ, মা আর সন্তান দু’জনেই ভালো আছে। সবাই দোয়া করবেন।”
৬২ বছর বয়সে যখন অনেকেই বিশ্রামে যান, তখন জেমস বাবা হিসেবে শুরু করলেন জীবনের নতুন অধ্যায়।
রকস্টার হয়েও এমন মিষ্টি চমক দিতে পারেন, এটাই তো জেমস!
এখন বলুন তো, এই বয়সে আবার বাবা হওয়া, এটা কি রকস্টারদের সবচেয়ে বড় “সারপ্রাইজ হিট” না?