তিরিশ লক্ষ খুলির ওপর দাঁড়িয়ে থাকা ‘মহানায়ক’ !
লুৎফর রহমান রিটন
‘তিরিশ লক্ষ খুলি’ তোমার
একাত্তরের পরিচায়ক…
অগজিলারি ফোর্স হোতা আর
গণহত্যার ‘মহানায়ক’!
হে কুখ্যাত নরঘাতক
দেশবিরোধী হিংস্র হায়না–
মহানায়ক তকমা তোমার
নামের সঙ্গে যায় না, যায় না…
লাল সবুজের এই পতাকায়
তিরিশ লক্ষ শহিদ বাঁচে,
তোমার প্রতি ঘৃণায় তাঁদের
রক্ত নাচে রক্ত নাচে…
ভোরের আজান তোমার খুনের
সাক্ষ্য দিচ্ছে করুণ সুরে,
বাংলাদেশের নদী সাগর
মৃত্তিকা ঘাস আকাশ জুড়ে…
ঘাতক তোমার ঠাঁই হয়েছে
ইতিহাসের আস্তাকুঁড়ে…
অটোয়া ২৭ অক্টোবর ২০২৫