মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
সুন্দরবন থেকে অস্ত্র ও গোলা
বারুদসহ দবনদস্যুবাহিনীর এক সহযোগী আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোরবর) সকালে পূর্ব বনবিভাগের হাড়বাড়িয়াসংলগ্ন নন্দবালা খাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহিম (৩২) কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সহযোগী বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই কোস্টগার্ড জানতে পারে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের উদ্দেশে বাহিনীর একজন সহযোগী নন্দবালা খাল এলাকা থেকে বনে প্রবেশ করবেন। এমন তথ্য পেয়ে সকাল ৬টার দিকে কোস্টাগর্ড সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু সহযোগী রহিম পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন কোস্টগার্ড সদস্যরা। তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউÐ তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক বনদস্যু সহযোগী আব্দুর রহিমের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক মুন্সী। তিনি দীর্ঘদিন যাবৎ বনদুস্যু করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোরাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগীতা করে আসছিলেন। অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সিউম-উল-হক আরো জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড সচেষ্ট রয়েছে। দস্যুদমনে তাদের নিয়মতি অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।