ভোট পাবি না তেরোটা
লুৎফর রহমান রিটন
বাচ্চাপার্টি কী সমাচার?
নেতা তোদের বারোটা,
ওয়াকারের চেরাগগুণে
খাস আলুকা পারোটা!
প্রিজারভেটিভ ফর্মালিনের
মিথস্ক্রিয়ায় পাকিছিস,
সব সেক্টর মন্ত্রণালয়
জিম্মি করে রাখিছিস!
ইলেকশনে দাঁড়াস যদি
ভোট পাবি না তেরোটা,
আর্মি যদি না খুলে দেয়
ইলেকশনের গেরো টা!
সবাই তোরা কোটিপতি
উধাও তোদের গরিবি!
ইনুচগদি উল্টে গেলে
তোরা যে কী করিবি!
ওয়াকারের কিছু হলে
টোকাই তোরাও মরিবি…
অটোয়া ৩১ অক্টোবর ২০২৫