মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় ১৮ই নভেম্বর, দুপুরে সিডিডি’র ফিল্ড অফিসে ‘ইসিটি–ওয়াশ’ এবং ‘ডিআরআর অ্যান্ড সিসিএ’ প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণে ইন্দোনেশিয়া থেকে আগত ASB–এর চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত হন। তাদের সফরকে কেন্দ্র করে সিডিডি একটি মতবিনিময় সভার আয়োজন করে, যেখানে WDMC, WATSAN, SMC–এর সদস্যরা, স্থানীয় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং সরকারি সংস্থা DPHE–এর প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন DPHE এর উপ–প্রকৌশলী জনাব মেহেদী হাসান। আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে WASH, দুর্যোগ প্রস্তুতি (DRR), জলবায়ু সহনশীলতা এবং প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিতকরণ–সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে নিরাপদ পানি, স্যানিটেশন, আশ্রয়কেন্দ্রের প্রবেশগম্যতা, বসতবাড়িতে নিরাপদ সবজি চাষ এবং দুর্যোগকালে প্রতিবন্ধী ব্যক্তিদের ঝুঁকি হ্রাসে সিডিডি’র চলমান প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।
প্রতিনিধি দল চলমান কার্যক্রমের অগ্রগতি, বিশেষ করে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক WASH ও DRR মডেল কীভাবে স্থানীয় সম্প্রদায়ে কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে—এ বিষয়ে বিস্তারিত ধারণা নেন। তারা ভবিষ্যতে এই মডেল আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।
সভায় সবাই সম্মিলিতভাবে অন্তর্ভুক্তিমূলক WASH সেবা, টেকসই অবকাঠামো, এবং দুর্যোগ–সহনশীল সম্প্রদায় গঠনে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।