মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় উওরন এ্ক্কেস প্রকল্পের আয়োজনে ।হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন বাংলাদেশের সহযোগীতায় শরনখোলা উপজেলার ১ নং ধানসাগর, ২ নং খোন্তাকাটা, ৩ নং রায়েন্দা ইউনিয়নের এল এস পি (LSP)এবং এস পি (SP)ডিলার :এন জি ও :সরকারী
প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় ।উপজেলা মডেল মসজিদ ২য় তলায় হল কনফারেন্স রুমে ১৯-১১-২০২৫ ইং তারিখ রোজ বুধবার সকাল ১১টায় উক্ত সভায় সভাপতিত্ব করেন: মোঃ খাদেমুল ইসলাম, সভাপতি শরনখোলা উপজেলা পানি কমিটি। প্রধান: অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
মোঃ মেহেদী হাসান উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর । শরনখোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১!মোঃ মনিরুজ্জামান (শিক্ষক)। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনীত
ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বৃদ্বকরন কর্মশালায় সহনশীল অনুশীলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা করেন। জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব ও অভিযোজন উদ্যোগ সমুহ। নীতি নির্ধারক ও সরকারী দপ্তরে ভূমিকা ও সীমাবদ্ধতা । জলবায়ু সহনশীল নীতি প্রণয়নে প্রস্তাব ও সুপারিশ তৈরী, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর ও টৈকসই নীতি প্রণয়ন করতে স্থানীয় পর্যায়ে প্রাপ্ত তথ্য অভিজ্ঞতা এবং L S P ও S P ডিলারদের প্রস্তাবসমুহ কে নীতিমালায় এন জি কর্মকর্তাদের বক্তব্য সুশীল সমাজ রাজনৈতিক নেতা সঠিক কৃষক আবহাওয়া জলবায়ু নিয়ে কাজকরা ব্যক্তিবর্গের মতামত গুরুত্বের সাথে অন্তর্ভূক্ত করা হয়।সঞ্চালনায় ছিলেন রঞ্জন নিকোলাস এ্যাডভোকেসি নেটওয়ার্কিং মাইগ্রেশন অফিসার। মোঃ রুহুল আমিন সি ড়ি ও শরনখোলা ও অনিত কুমার দাস সি ড়ি ও শরনখোলা। কমল চক্রবর্তী সি ড়ি ও শরনখোলা