NEWS
ভিতরে ভাঙ্গার শব্দ
গেরিলা আজাদ
নিজের ভিতর ভাঙ্গার শব্দ অহরহ
কেউ শুনতে পায় কেউ পায় না
মাঝে মাঝে লুসাই পাহাড়ের মত
উচু হয়ে যায় নিরবতা।
অস্থির মন, মেঝেতে পায়চারি করি।
টুংটাং শব্দ, পুরনো দেয়াল ঘড়ি।
অশুভ বাতাস, চারিদিকে শুধু আহাজারি।
পুরনো এলবাম অযথাই নাড়িচাড়ি।