আর্মি তুমি
লুৎফর রহমান রিটন
আর্মি তুমি কার অধীনে চাকরি করো, জানি।
সমন্বয়ক বস তোমাদের খোদার মেহেরবানী!
এনসিপিকে পাহারা দাও উঠতে বসতে সালাম,
(জেনারেলও ভয় পেয়ে পাঠ করে দরুদ কালাম)!
০২.
বস কে তোমার? Youনুস নাকি
মিট্টিকুলাস হংস পিটার?
টোকাইদেরে পাহারা দাও!
হইলা শ্যাষে বেবী সিটার!??
মব বাহিনির সেবক তুমি?
সম্পর্ক এতোই নিবিড়!
আওয়ামী লীগ শত্রু তোমার?
বন্ধু তোমার জামাত শিবির?
শেখ মুজিবের ভাস্কর্য
ভাঙায় তুমিও অংশী ছিলে!
দেশ ধ্বংসের নীল নকশার
বংশীবাদক, বংশী ছিলে!
দেশ-পতাকার সঙ্গে তোমার
বেঈমানীটা অবাক করা,
জনমদুখি স্বদেশ কাঁদে
দেয় অভিশাপ বসুন্ধরা…
অটোয়া ২১ নভেম্বর ২০২৫