মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায়
প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি:
এই স্লোগানে:
৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫
উপলক্ষে বনাট্য রেলি ও আলোচনা সভা। অনুষ্ঠিত হয়। আজ ৩ রা ডিসেম্বর
সকাল১০ টা ৩০মিনিটে।
উপজেলা হল কনফারেন্স রুমে। উক্ত দিবসে সমতিত্ব করেন:
মোঃ জাহিদ হাসান
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা
শরণখোলা বাগেরহাট।
আয়োজনে: উপজেলা প্রশাসন শরনখোলা
বাস্তবায়নে:: উত্তরণ এ্যাক্কেস প্রকল্প
শরনখোলা।
উক্ত দিবসে শরণখোলা উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুশীল সমাজ সাংবাদিক। বিভিন্ন জিও /এনজিও সংস্থার কর্মকর্তারা ।
সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক চিহ্নিত কার্ড দারি প্রতিবন্ধী সদস্যরা।
আলোচনায় বক্তারা: বলেন প্রতিবন্ধীরা দেশের সমস্যা নয় সম্পদ বটে।
উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা পর্যায়ক্রমে তাদের দপ্তর হতে প্রতিবন্ধীদের সুবিধার কথাগুলো তাদের দ্বারপ্রান্তে পৌঁছাবেন বলে প্রতিশ্রুতি দেন।
আলোচনা শেষে উপজেলা প্রশাসন ও উত্তরন এক্কেস প্রকল্পের আয়োজনে রেলি অনুষ্ঠিত হয়। রেলীর নেতৃত্ব দেন মোঃ রুহুল আমিন, অনিক কূমার দাস উত্তরণ এ্যাক্কেস প্রকল্প সি ডি ও শরনখোলা।