মাকসুদা সুলতানা ঐক্য
ওর জন্ম হয়নি কোন
এক বাবার বীজে!
পাকিস্তানি ক্যাম্পে মা ওর
গিয়েছিলো নিজে।
কতো সেনা’র সঙ্গে যে সে
শয্যা পেতেছিলো!
কার বীর্জে এই জারজের
জন্ম হয়েছিলো।
বহু পুরুষ একই নারীর
সঙ্গে যখন রয়!
সেই নারীর গর্ভে তখন
জারজ জন্ম হয়।
নিজেও সেটা জানেনা তা
বলেনি ওর মা!
যার নামটা খাতায় লিখিস
সে তোর বাবা না।
সে কারণে মাঝে মাঝেই
অরিজিনাল জিন!
জানিয়ে দেয় রক্ত শ্রোতে
আমাকে তুই চিন।
পাকিস্তানের প্রেমে ওঠে
বুক ধরফর করে!
বাংলাদেশের বিজয় দিনে
হৃদয় কেঁদে মরে।
এই দিনে যে ওর বাবাদের
গলাধাক্কা দিয়ে!
বের করেছে বাংলা থেকে
তল্পিতল্পা নিয়ে!
সেই শোক তো রক্তে আছে
ভুলবে কেমন করে!?
সে কারণে বিজয় দিবস
শুনেই জ্বলা ধরে।।