মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় উওরন একসেস প্রকল্পের আয়োজনে ।হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন বাংলাদেশের সহযোগীতায় শরনখোলা উপজেলার ১ নং ধানসাগর ২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের এল এস পি (LSP)এবং এস পি (SP)ডিলার :এন জি ও :সরকারী প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় ।উপজেলা।মডেল মসজিদ হল কনফারেন্স রুমের ২য় তলায়। আজ ০৮-১২-২০২৫ ইং তারিখ রোজ সোমবার সকাল ১১টায়। উক্ত সভায় প্রধান: অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ কামরুল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরণখোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১! মোঃ মনিরুজ্জামান (শিক্ষক) যুবদল নেতা শরনখোলা উপজেলা
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে:স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল অনুশীলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি
সঞ্চালনায় ছিলেন মোঃ রুহুল আমিন সি ডি ও শরনখোলা ও অনিত কুমার দাস সি ডি ও শরনখোলা। উওরন একসেস প্রকল্প