মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় উওরন একসেস প্রকল্পের আয়োজনে ।হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন বাংলাদেশের সহযোগীতায় শরনখোলা উপজেলার ১ নং ধানসাগর ২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের সুবিধা বঞ্চিত যুবক যুবতী ১৫জনকে স্বাবলম্বী করার লক্ষ্যে ১ মাস ব্যাপী কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন প্রোগ্রাম। শেষ করে সার্টিফিকেট বিতরন
করেন।আজ ৮ ই ডিসেম্বর রোজ সোমবার সকাল ১১টায় শরনখোলা সরকারী কলেজ মোড়। সাদিক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট কার্যালয়। প্রশিক্ষক হিসাবে ছিলেন: মোঃ শামিম হাসান। সঞ্চালনায় ছিলেন মোঃ রুহুল আমিন সি ডি ও শরনখোলা ও অনিত কুমার দাস সি ডি ও শরনখোলা। উওরন এ্যাক্কেস প্রকল্প