মোঃ কামরুল ইসলাম টিটু
স্ট্যাফ রিপোর্টার
দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ইউনিটের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বড়মাঠে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের আহ্বায়ক মো. আল মোবেদীন আরজ, মনিরুল ইসলাম, আকাশ মাহমুদ নয়ন, মো. ফারুক হোসেন, মো. মিজানুর রহমান, মো. নুর আলম সোহেল, হাফিজুল ইসলাম, মো: মজিদ, মোছা:সানজিদা শবনম , ইসরাত জেরিন জুলি, স্বপন মৃধা, মো. আমিনুল, ডা. মাসুদ হোসেন ও মাহিন মাহমুদ সহ বীর পরিবারের সুযোগ্য সন্তান ও প্রজন্ম।
বীর পরিবারের সন্তানদের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং বীর শহীদের নাফরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।