(জাক্সু) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনও চলছে। এখন পর্যন্ত ১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী এ তথ্য জানিয়েছেন।
ড. লুৎফুল এলাহী জানান, দুটি টেবিলে নির্বাচন কর্মকর্তারা ভোট গণনা করছেন। এখনও চারটি কেন্দ্রের গণনা বাকি। সেগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে।