ছক্কা হাকিয়ে মাহমুদউল্লাহকে ছাড়িয়ে গেলেন লিটন

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের মতো অপেক্ষাকৃত ছোট দলের বিপক্ষে হেরে অঘটনের শিকার হয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে গতকাল বৃহস্পতিবারও তেমন কিছুর শঙ্কা কিছুটা হলেও জেগেছিল। হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বসেছিল টাইগাররা। তবে খেলার মোড় ঘুরিয়ে দেন লিটন দাস ও তাওহিদ হৃদয়।

সেখান থেকে আর মাত্র একটি উইকেট হারিয়ে ১৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৩৯ বলে ৫৯ রান করে জয়ের নায়ক অধিনায়ক লিটন। নান্দনিক এই ইনিংস খেলার পথে ৬টি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান লিটন। এই একমাত্র ছক্কার মাধ্যমেই তিনি বসলেন রাজার আসনে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা এখন লিটনের। এতদিন এই রেকর্ড ছিল এরই মধ্যে অবসর নেওয়া ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। লিটনের ছক্কার সংখ্যা এখন ৭৮টি। মাহমুদউল্লাহর ৭৭টি। ২১ ইনিংস কম খেলেই এই রেকর্ড নিজের করে নিলেন লিটন।

বাংলাদেশিদের মধ্যে আগে থেকেই টি-টোয়েন্টির দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড লিটনের দখলে। একটি সর্বোচ্চ ফিফটিতে। চলতি মাসের শুরুর দিকেই সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ফিফটি করে (৪৬ বলে ৭৩) দেশের হয়ে সর্বোচ্চ ১৪ ফিফটির মালিক হন তিনি। পেছনে ফেলেন সাকিব আল হাসানকে। এছাড়া বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ন্যূনতম ৮০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে লিটনের স্ট্রাইক রেটই (১২৬.২৩) সবচেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *