দু’ফোঁটা জল
মাঝে মাঝে নিজের প্রাণটাকে খুঁজি,
মৃতপ্রায় প্রাণটাকে জীবিত করার চেষ্টা করি –
দুই একফোঁটা জল শুষ্ক প্রাণে ঢেলে দিয়ে
তার সজিবতা ফিরে পেতে প্রাণান্তকর চেষ্টা চলে।
জল সেচন করি শিশির বিন্দু থেকে কিংবা
মাঝে মাঝে হাত বাড়াই নীলাকাশে মেঘের কাছে।
কখনো জল পাই, কখনো না পেয়ে ফিরে আসি
আনমনে শূন্য হাতে মলিন মুখে। তবে না পাওয়ার গ্লানি
আমাকে কষ্ট দেয় না, কষ্ট পাই না; বরং
হাসিমুখে মেনে নেই সাময়িক শূন্য প্রাপ্তিকে।
আমি মাঝে মাঝে হাত বাড়াই চন্দ্রপৃষ্ঠে
মঙ্গলগ্রহে বৃহস্পতিগ্রহে কিংবা উত্তপ্ত সূর্যে –
শুধু দুই একফোঁটা জলের সন্ধানে; সেথায়
যদি পেয়ে যাই কিঞ্চিত্ জল; সেচ দিতে
আমার এই মৃতপ্রায় প্রাণে। আমি জল খুঁজি
সাহারার বুকে শুষ্কবালিতে দু’হাতে বালি সরায়ে সরায়ে
গর্ত করে চলে যাই মাটির গভীরে যতটা সম্ভব
তাতে দু’হাত বাড়িয়ে দেই জলের সন্ধানে। কারণ –
এই মৃতপ্রায় প্রাণটাকে জীবিত করতে
আমার এখন দু’ফোঁটা জলের প্রয়োজন।