
বাহান্ন বসন্ত
লীনা সুলতানা
বাহান্নটি বসন্তের রঙে রঙ্গিন
জীবনের ক্যানভাসে চোখ মেলি,
দেখি সময়ের চোরা স্রোতের পলিতে
আঁকা যাপন চিত্রালী।
দেখি কিছু অযত্নে জমা ধূলোর আস্তরণ
কোথাও একটু ছেঁড়া-ফুটো , কোথাও বা তালি।
কিছু অংশ ঝাপসা অস্পষ্ট, অদৃশ্য প্রায়
কিছুটা ঘেরা মায়ার কুয়াশায়।
নানান বাহরী রঙের আলোক ছটার মিতালীতে
কিছু অভিমানী রঙের মেঘকালো গীতালিতে।
স্মৃতির ফ্লাডলাইটে জ্বলে ওঠা
ছেলেবেলার মধুর চুপ-কথাদের
গায়ে কিছু স্নেহ তুলির কাটাকুটি।
দেখি অপূর্ণতার ফাঁকফোকরে
বিলাসি মনের কল্পনা রঙের আঁকিবুঁকি।
পরম মায়ার আদর মেখে ছবিটার বুকে হাত রাখি
আহা! কি আদুরে এ যাপিত জীবনের চিত্রটি।
তুলি হাতে বসে ভাবছি কি করে সাজাই-
কি করে বাকী ছবিটা আঁকি,
কি রংয়ে জাীবনের ফাঁকি ঢাকি।
জানিনা কতটা রঙ বাকি
কতোটা পূর্ণতা পাবে আর
কতোটা শাদা রয়ে যাবে দিয়ে ক্যানভাসে ফাঁকি।