জাজিরা উপজেলা প্রতিনিধি
শনিবার দুপুর ১২ টার সময় জাজিরা বাজার থেকে লিটন কবিরাজ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জাজিরা থানার পুলিশ। জাজিরা থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অপরাধ জগতের এই শীর্ষ সন্ত্রাসীকে আটক করে পুলিশ। সন্ত্রাসী লিটন কবিরাজ জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতির পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ বালুর ব্যবসা, মাদক ব্যবসা ও ক্ষমতার বলে নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে জেলে দিয়ে মা ইলিশ নিধন করা সহ অসংখ্য অপরাধ করে বেড়াচ্ছিলো। নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন দেশবাংলার প্রতিনিধীকে জানান যে, তার এই অপরাধ জগতের সঙ্গী হলো জাজিরা উপজেলা মৎসজিবী লিগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হাকিদার, যুবলীগ নেতা সেকান্দার হাকিদার, লিটন কবিরাজের নিজের ছোট ভাই জামাল কবিরাজ, রনি হাকিদার সহ আরো কয়েকজন। অবৈধ বালুর ব্যবসা, মাদক ব্যবসা, চাঁদাবাজী সহ এহেনো অপকর্ম নেই যা এই অপরাধী চক্রটি করে না। এলাকার লোকজন ভয়ে মুখ খুলতে পারে না। লিটন কবিরাজ গ্রেফতার হওয়াতে এলাকার সাধারণ মানুষ খুবই আনন্দিত। তারা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামের প্রসংশা করে বলেন যে, এই ওসি সাহেব খুবই ভালো কাজ করেছেন, তবে বাকি অপরাধীদেরকে গ্রেফতার করলে এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারতেন।