লাগছে কেমন পটরপটর টকশো করা ভাইডি?
লুৎফর রহমান রিটন
মত প্রকাশের স্বাধীনতার
ফলন দেখি বাম্পার!
কী সিংক্রোনাইজ! মিল না থাকুক
ডান পা সনে বাম পা-র!
‘মাসুদ তুমি মাংস কমাও’
হইছে অনেক চর্বি!
টকশো গিয়ে ইতিহাসের
সত্য বয়ান করবি!!
আবু আলম শহীদকেও
করছি আগে পাকড়াও।
জাহাজ ডুবির ভয়াল স্রোতের
খড়-কুটোকেই আঁকড়াও…
টকশো গিয়ে উচিৎ কথা
অতীত কালেও কইতে।
তখন তোমায় ধরতো পুলিশ?
এরেস্ট তখন হইতে??
লটরপটর চলবে তবে
পটরপটর? নয় রে।
একাত্তরের রিপ্লেসমেন্ট
চব্বিশে তাই হয় রে! …
লাগছে কেমন? পটরপটর
টকশো করা ভাইডি?
ইনুচ-ওঁয়াকার কাইড়া নিছে
তোমার সকল আইডি?
হাতছাড়া দেশ, মুক্তিযুদ্ধ,
স্বাধীনতার চিহ্ন?
তোমার প্রিয় সংবিধানের
পাতাও ছিন্নভিন্ন?
মিট্টিকুলাস প্ল্যান মোতাবেক
জামাত সনে সখ্য।
লাল সবুজের এই পতাকা
পাল্টে ফেলাই লক্ষ্য!
লাল সবুজের পতাকা ফের
ধরলো শকুন খামচে!
আমেরিকার সৈন্য দেশে
দলে দলে নামছে….