জাজিরা উপজেলা প্রতিনিধি
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির অভিযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। রবিবার ১২ অক্টোবর বিকেলে উপজেলার বিলাসপুর ইউনিয়নের শফি কাজী মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়ের দায়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে জাজিরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। এসময় আদালত মা ইলিশ সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত) এর আওতায় আটক দুইজনকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুল ইসলাম জাজিরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা। আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের সব নদ-নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার।
জাজিরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসময় জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং ইলিশ ধরা ও বিক্রি থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।