আমার নিরবতা বিক্রি হয়ে গেছে
মাসুদ পথিক
আমার নিরবতা বিক্রি হয়ে গেছে
আমার ‘হ্যাঁ’ বিক্রি হয়ে গেছে
আমার ‘না’ বিক্রি হয়ে গেছে
খাল গেছে, বিল গেছে, নদীর পর সমুদ্রও
নামমাত্র মূল্যে বিক্রি হয়ে গেছে
আমার ‘আমি’ বিক্রি হয়ে গেছে
আমার জন্ম বিক্রি হয়ে গেছে
আমার মৃত্যু সে কবেই সেল ভ্যলু হারিয়েছে
আত্মহত্যা করার দড়িটি, সেও বিক্রি হয়ে গেছে
বিষ কেনার পয়সা নেই আমার
মৃত্যুর আর যতে যতো ওয়ে আছে
বিক্রির জন্য পেকেট করে রাখা হয়েছে
আমার শূন্যতা বিক্রি হয়ে গেছে
আমার কলরব হয়েছে গ্রেপ্তার
আমার ব্যথারা পালিয়ে বেড়াচ্ছে গ্রেপ্তারের ভয়ে
আর ‘আনন্দ’! মারা গেছে সেই প্রসূতিসদনে
বিক্রি হয়ে গেছে আমার নিরবতা