স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট এবং গবেষক আবীর আহাদ চৌধুরী আর নেই। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ইউনিয়নের এই কৃতি সন্তান ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে একজন সাহসী সম্মুখ যোদ্ধা ছিলেন। গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পরলে তার পরিবারের সদস্যরা তাকে ধানমন্ডির একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান যে, তিনি ব্রেনস্টক করেছেন এবং তিনি ডিপ কোমায় চলে গেছেন। সাথে সাথেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৭২ ঘন্টা জীবন মৃত্যুর লড়াই শেষে মৃত্যুর কাছে নিজেকে সোপর্দ করেন এই বীর সন্তান। রবিবার বাদ আছর মিরপুরের বেনারশী পল্লীতে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা দেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।