ধান ও খই
মাসুদ পথিক
আমার মন থেকে মুঠো মুঠো ধান ঝরে পড়ে
আমার মন থেকে মুঠো মুঠো ব্যথা ঝরে পড়ে
চারপাশে, আমারে ঘিরে নাচে মিথ্যা প্রতিবেশি
নাচে অতীতের আগাছা
আমারই ঈর্ষা কাতর ছায়া
ধানেরও মন আছে, ঝরে যাওয়া ধানের মন
ঠোঁটে নিয়ে উড়ে যায় মহাকালগামি পাখি
কেবল একটি ধান বুকে নিয়ে একটি ধানগাছ
বসে আছে মাঠের মাঝখানে
এখনো আসে নি কৃষক
এই অপেক্ষার মধ্যে আমি আমারে জন্মাতে দেখি
বহুদিন পরে দেখা গেলো খরার কবলে ধান
দীর্ঘশ্বাসের আগুনে পুড়ে পুড়ে ছাই হবার পূর্বে
খই হয়ে উড়ে যাচ্ছে
তোমারেও দেখেছি আমি খইয়ের মধ্যে
পুনরায় জন্ম নিতে
ছড়িয়ে পড়েছে মুঠো মুঠো খই স্মৃতির কাহিনি নিয়ে
আমিও কি নেই এই দলে?