মনে নেই এই কষ্ট কবেকার!
দিলারা হাফিজ
কিছু কষ্ট দূর থেকে ভেসে আসে অবিকল
পায়ে হেঁটে আসে বিহবল ও ভুল অনুমান
চিন চিন করে বাপাশে বুকের নিচুতল
ভেতরে জমানো ছিলো যতটুকু—বহমান!
তারাও পেয়েছে আজ শব্দ-বন্ধে ছাড়া—-
জানি,অবহেলা অনাদরে বৃথা হয় অভিমান
আকাশে ঘুমায়ে পড়ে উন্মুখ দুটি নয়নতারা
সন্ধ্যাবেলা ডুবে গেলে ফিরে আসে অন্ধকার
সময়ে খসে গেলে,অসময় দেয় না যে সাড়া
কষ্ট যায় কষ্ট আসে,মনে নেই এই কষ্ট কবেকার!