
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও ন্যাটো নেতাদের সঙ্গে ফোনালপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামা সম্ভব।তিনি বলেছেন, সরাসরি শান্তিচুক্তির মাধ্যমেই এই ভয়াবহ যুদ্ধ থামাতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, অস্ত্রবিরতি চুক্তি দিয়ে এই যুদ্ধ থামানো যাবে না। বরং সরাসরি শান্তিচুক্তি প্রয়োজন।
পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে তিনি পোস্টে বলেন, আলাস্কায় সফল ও দারুণ একটি দিন কেটেছে তার। আগামী সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ট্রাম্পের অফিসে যাওয়ার ব্যাপারেও নিশ্চিত করেছেন তিনি।