
মুক্তি
মুক্তি দুর্বার যদি পারো, নিয়ে চলো কোনো সুখ স্মৃতির অলিন্দে, আজ শেষ বেলার রোদ্দুরটুকু, পেরিয়ে যাক মধুর আনন্দে। তোমার সাথে তো বেশিটাই দুঃখের সফর, আমিই দিতে পারিনি মিথ্যে স্তকের কোনো খবর। জানো, আমি ডাক পেয়ে গেছি ছুটির, তাই সঞ্চয় করে নিচ্ছি যত ছবি, সুখ স্মৃতির। তুমি কি দেবেনা একটা ছবি চয়ন করে ? তুমি…